॥ ফলহারিণী কালীপূজা ॥
- Mrinal Bhattacherjee

- May 24, 2023
- 1 min read
Updated: Jun 5, 2024
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয়। মোক্ষফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে ৷ এইদিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজা করা হয়। নিজ নিজ মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা।
কথিত আছে, জীবকে তিনি (মা কালী) যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ এই ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কর্মফলের বিনাস হয় এবং এর বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে।
এই ফলহারিণী কালীপূজার আরো একটি বিশেষ মাহাত্ম্য আছে। ১৮৭২ খ্রীস্টাব্দের ৫ই জুন এই অমাবস্যা তিথির দিন পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাঁর স্ত্রী শ্রী শ্রী মা সারদাদেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলাহারিণী কালীপূজা ষোড়শী পূজা নামে পরিচিত॥

|| শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ||

|| শ্রী শ্রী মা সারদাদেবী ||

|| শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তাঁর স্ত্রী, শ্রী শ্রী মা সারদাদেবীকে ষোড়শী রূপে পূজায় রত ||
মা সারদা ও মা কালীঃ Kasturi Baruah রামকৃষ্ণ পরমহংসদেবঃ Abhishek Chakrabarti
সাজসজ্জায়ঃ Shantanu (Bobby)
পরিকল্পনায় ও আলোকচিত্রেঃ Mrinal Bhattacherjee | © www.mrinalb.com
আমার team ও আমি ষোড়শী পূজাকে তুলে ধরার একটা প্রচেষ্টা করেছি মাত্র, আমাদের আলোকচিত্রের মাধ্যমে। কোনো প্রকারের ভূল ত্রুটি হলে নিজগুনে ক্ষমা করে দেবেন॥


Comments